Views: 30
বরিশাল অফিস :: বরিশালে নয় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার বরিবশাল গোয়েন্দা শাখার এসআই মিজানুর রহমান ও আল মামুনের নেতৃত্বে বরিশালের উজিরপুর থানার ইচলাদি বাসস্ট্যান্ড থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার কাজী তোফাজ্জল হোসেনকে আটক করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
জেলা ডিবির অফিসার ইনচার্জ অসিম কুমার সিকদার রাতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে উজিরপুরের শিকারপুর বাসস্ট্যান্ডের সংযোগ সড়কে অভিযান পরিচালনা করা হয়।