বরিশাল অফিস :: বরিশাল ওয়াইডব্লিউসিএ নাসারী স্কুলের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার( ৫ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বরিশাল অ্যাঞ্জেলা বারুই প্রধান শিক্ষক ওয়াইডব্লিউসিএ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন,বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার মোঃ রবিউল হাসান ভূঁইয়া। অঞ্জু রানী বৈদ্য, সভানেত্রী,ওয়াইডব্লিউসিএসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে, প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।