শিরোনাম

বরিশালে নিখোঁজ চার কিশোরীকে উদ্ধার : গ্রেপ্তার-২

Views: 100

এল টি তুহিন (বরিশাল) : বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে একইদিনে তিন স্কুল ছাত্রীসহ চারজন কিশোরী নিখোঁজের একদিনের মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ছাত্রীর বাবা বাদি হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে থানায় অপহরনের অভিযোগে মামলা দায়ের করেছেন।

ওই মামলার প্রধান অভিযুক্ত উপজেলার বাঘার গ্রামের নগেন দেওয়ানের ছেলে বরিশাল সরকারী হাতেম আলী কলেজের ছাত্র হৃদয় দেওয়ান (১৯) ও তার সহযোগি জয়শুরকাঠী গ্রামের সুশান্ত মন্ডলের ছেলে তুর্য মন্ডলকে (১৯) গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তবে রহস্যজনক এ বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরীরা তাদের ব্যবহৃত স্বর্ণালংকার একটি জুয়েলারী দোকানে ২৯ হাজার টাকায় বিক্রি করে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলো। মাহিলাড়া বাজারের ওই জুয়েলারী দোকান থেকে বিক্রি করা স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। সচেতন এলাকাবাসী ও এক কিশোরীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বর্ণ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন কিশোরীদের কাছ থেকে স্বর্ণালংকার ক্রয় না করলে অর্থভাবে কিশোরীরা নিখোঁজ হতোনা। তাই স্বর্ণ ব্যবসায়ী জাহাঙ্গীর অর্থের যোগানদাতা হিসেবে অপরাধী।

সূত্রে আরও জানা গেছে, মামলার বাদি এক নিখোঁজ ছাত্রীর বাবা বাদশা হাওলাদারের এজাহারের সাথে নিখোঁজের ঘটনারদিন রাত বারোটার দিকে শত শত মানুষের সামনে বসে গণমাধ্যমে তার (বাদশা) দেওয়া বক্তব্যের কোন মিল নেই। এজাহারে উল্লেখ করা হয়, তার মেয়েকে প্রকাশ্যে হৃদয় দেওয়ান ও তুর্য মন্ডলসহ তাদের ২/৩ জন সহযোগিরা অপহরন করে মাহেন্দ্রাযোগে নিয়ে যায়। ঘটনারদিন বাদশা হাওলাদার বলেছেন, সন্ধায় তিনি কাজ থেকে বাড়িতে ফিরে জানতে পারেন স্কুল থেকে তার মেয়ে বাড়িতে ফিরেনি। থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপর তিন কিশোরী স্ব-ইচ্ছায় ঘুরতে গিয়েছিলো বলে জবানবন্দি দেওয়ার পর স্ব-স্ব ছাত্রীর অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

বরিশাল গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গত ২৭ সেপ্টেম্বর একসাথে চার কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ওইদিন রাতে এক কিশোরীর পালিত বাবা ও মাকে অপর নিখোঁজ ছাত্রীদের অভিভাবকরা পাচারকারী সন্দেহে আটক করে রাত বারোটার দিকে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল শহর থেকে নিখোঁজ ছাত্রীদের উদ্ধারসহ হৃদয় দেওয়ান ও তুর্য মন্ডলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিখোঁজ এক স্কুল ছাত্রীর বাবা বাটাজোর গ্রামের বাদশা হাওলাদার বাদি হয়ে বৃহস্পতিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। জুয়েলারী ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি বলেন, এজাহারে জাহাঙ্গীর হোসেনকে অভিযুক্ত না করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *