শিরোনাম

বরিশালে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় শনাক্ত

Views: 7

বরিশাল থেকে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ বাউফলের তেঁতুলিয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে তেঁতুলিয়া নদীর ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকা থেকে ৫৫ বছর বয়সী শ্যামল চন্দ্র দে নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা বেলা ১১টার দিকে একটি লাশ ভাসতে দেখে। এরপর কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। উদ্ধারকৃত লাশের পরিধেয় পোশাকের পকেট থেকে একটি এনআইডি ফটোকপি, বিদ্যুৎ বিলসহ কিছু কাগজপত্র পাওয়া যায়। এসব কাগজপত্র থেকে পুলিশ ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে সক্ষম হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম শ্যামল চন্দ্র দে (৫৫), যিনি বরিশাল সদরের মৃত জীবন চন্দ্র দে’র ছেলে। গত ৫ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। ১০ দিন পর তার লাশ উদ্ধার করা হয়।

কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা আসলে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। উল্লেখ্য, নিখোঁজ হওয়ার পর কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *