বরিশাল অফিস :: নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে টানা এক মাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হেরে গেছে তিন বছরের শিশু কন্যা তহুরা। রোববার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হয়েছে। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের।
জানা গেছে, মৃত তহুরা ওই গ্রামের ব্যবসায়ী ইমাম হোসেন সান্টুর মেয়ে। তহুরার চাচা সাবেক ইউপি চেয়ারম্যান এমএ সালেক হাওলাদার জানান, এক মাস পূর্বে তহুরা বাড়িতে বসে কাঁচা খেজুরের রস খাওয়ার পর তার জ্বর ও খিঁচুনি উঠে অসুস্থ হয়ে পরে।
প্রথমে তাকে বানারীপাড়া উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে আটদিন চিকিৎসার পর ঢাকার শিশু হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ফেব্রুয়ারি দুপুরে তহুরা মৃত্যুর কোলে ঢলে পরে।
সাবেক ইউপি চেয়ারম্যান আরও জানান, তহুরা ঢাকার শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এম মনির হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলো। চিকিৎসক তাদের জানিয়েছেন তহুরা নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিল।