বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের পূর্বে সকল মোটর সাইকেল চলাচল নিষিদ্দ করা আইন অমান্য করে বরিশাল নগরীতে মোটর সাইকেল চলাচল অব্যাহত থাকায় বরিশাল রিটানিং অফিসার জেলা) প্রশাসনের নির্দেশে নগরীতে অভিযান চালিয়ে অর্ধাশতাধিক চলন্ত মোটর বাইকের চাবি ক্রোক করেন প্রশাসন কর্তৃপক্ষ।
শনিবার সন্ধার ৭টার পর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ বর্ডারগার্ড ও মেট্রোপলিটন পুলিশ সদস্যদের নিয়ে পায়ে হেটে ঘন্টাব্যাপি নগরীর বিভিন্নস্থানে তারা অভিযান চালায়।
প্রশাসনের কর্তৃপক্ষ শহরে তাদের চোখের সামনে পড়া চলন্ত সকল মোটর বাইকের চাবি ক্রোক করে নিয়ে যায়। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ বলেন ইসি কর্তৃক নির্বাচনের পূর্বে সকল মোটর বাইকের চলাচলের উপর নিষিদ্ধ আইন জারি করা হয়েছে।
যারা এই আইন অমান্য করে মোটর বাইক নিয়ে রাস্তায় নেমেছে আমরা প্রার্থমিক প্রর্যায়ে তাদের বাইকের চাবি ক্রোক করে নিয়ে যাচ্ছি যা তারা নির্বাচনে পরবর্তী সময়ে ফেরত পাবেন।