বরিশাল অফিস :: শহরের সৌন্দর্য রক্ষায় নাগরিক দায়িত্ববোধ থেকে নির্বাচন পরবর্তী পোস্টার অপসারণ শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশাল টিমের সদস্যরা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনভর বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকদের নিয়ে এ কার্যক্রমের শুরু করে বিডি ক্লিন।
বিডি ক্লিন বরিশাল টিমের অতিরিক্ত সমন্বয়ক জায়েদ ইরফান জাগো নিউজকে বলেন, ৭ জানুয়ারি নির্বাচন শেষ হলেও নগরীর বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো রয়ে গেছে। তাই শহরের সৌন্দর্য রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকে ৮ জানুয়ারি সকাল থেকে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকদের নিয়ে পোস্টার অপসারণ শুরু করা হয়। নগরীর সবখানের পোস্টার অপসারণ না করা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, শুধু আমাদের রাস্তাঘাটের পরিচ্ছন্নতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের মনও পরিষ্কার রাখতে হবে। যাতে দেশে কোনো ধরনের আবর্জনা জমতে না পারে।