শিরোনাম

বরিশালে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Views: 7

ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বরিশালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। উদ্বোধনের পর বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালি, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে অশ্বিনী কুমার হলে শেষ হয়।

বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবুল কালাম আজাদ। তিনি বলেন, “ইমারত শ্রমিকদের জন্য ছয় দফা দাবি বাস্তবায়ন অতীব জরুরি। সরকারকে এসব দাবি পূরণের উদ্যোগ নিতে হবে। অন্যথায় আন্দোলন চলবে।”

৬ দফা দাবিগুলো:

1. নির্মাণ শ্রমিকদের সরকারি তালিকাভুক্তি।

2. শ্রমিকদের জন্য পেনশন ব্যবস্থা।

3. ছিন্নমূল শ্রমিকদের বাসস্থানের নিশ্চয়তা।

4. শ্রমিকদের সন্তানদের জন্য সরকারি খরচে শিক্ষার ব্যবস্থা।

5. শ্রমিকদের সরকারি খরচে চিকিৎসার সুবিধা।

6. শ্রম আইনে আলাদা শ্রমনীতি প্রণয়ন।

 

এ আয়োজন শ্রমিকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার দাবি পুনরায় উত্থাপন করে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *