বরিশাল অফিস :: বরিশাল নগরীতে সহিংসতায় নিহত আওয়ামী লীগ নেতার খোয়া যাওয়া লাইসেন্স করা নাইন এমএম পিস্তল শনিবার দিবাগত রাত ১০টার দিকে কোতোয়ালি মডেল থানায় জমা দেওয়া হয়েছে।
রোববার (১৮ আগষ্ট) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে ওসি মোস্তাফিজুর রহমান জানান, গত ৪ আগস্ট নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীদের। এ সময় নগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরীকে (৬০) পিটিয়ে হত্যা করা হয়। ওইসময় টুটুল চৌধুরীর লাইসেন্স করা পিস্তলটি খোঁয়া যায়।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আরও জানান, নগরীর নবগ্রাম রোড এলাকার বাসিন্দা অভি খান পিস্তলটি কুড়িয়ে পায়। শনিবার অভি তার মা শাহিনুর বেগমকে সাথে নিয়ে সেনা ক্যাম্পে যায়। ক্যাম্পের কমান্ডার মেজর রাশেদ তাদের নিয়ে এসে থানায় সেই পিস্তলটি জমা দিয়েছেন।
ওসি জানান, টুটুল চৌধুরী হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে তার স্ত্রী মামলা দায়ের করেছেন। ওই মামলার আলামত হিসেবে অস্ত্রটি দেখানো হবে।