বরিশাল অফিস :: বরিশাল জেলার আগৈলঝাড়ায় সীমা মণ্ডল (২৩) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যা হওয়ার খবর পাওয়া গেছে ।
সোমবার (২৯ জুলাই) উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা (বাহাদুরপুর) গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন,বরিশাল আগৈলঝাড়া থানার এসআই মোশরাফ হোসেন ।
থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, উপজেলার মাগুরা (বাহাদুরপুর) গ্রামের মাধব মণ্ডলের মেয়ে সীমা মণ্ডল ডাসার শেখ হাসিনা উইমেন্স কলেজে অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবার থেকে কর্নপাড়া গ্রামে সীমার বিয়ে ঠিক করা হয়।
এতে সীমা মণ্ডল পরিবারের ওপর অভিমান করে রোববার রাতে ঘরের পাশে কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করেছে।