বরিশাল অফিস :: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দসহ ৫ খুচরা ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন বিচারক মারজানুর রহমান।
জেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে রোববার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার কাজল হাওলাদার, একই এলাকার রিয়াজ সরদার, বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া এলাকার মো. শাওন হাওলাদার ও চন্দ্রমোহন এলাকার মো. দেলোয়ার হোসেন ও নগরীর বেলতলা এলাকার মিলন হোসেন।
বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, অভিযানে পাঁচ ভ্রাম্যমাণ খুচরা ব্যবসায়ীকে জাটকা মাছসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এসময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার দ্বীন এ আলম ও বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।