শিরোনাম

বরিশালে পুজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেত্রী শিরিন

Views: 26

বরিশাল অফিস :: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল নগরীর ফলপট্টিসহ বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নবমীর দিন তিনি বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ কর্মী-সমর্থকদের সাথে নিয়ে এসব পরিদর্শন করেন।

সাবেক এমপি শিরিনের নেতৃত্বে বরিশাল শহরের বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শনের সময় বিএনপি নেতা আলমগীর হোসেন ও মানিক জানান, জেলা, মহানগর, সদর উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। নেত্রী শারদীয় উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সাথে। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যও দোয়া চান।

এসময় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদর রহমান মাসুদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা কালি বাড়ি রোডের কালী বাড়ি মন্দিরসহ বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের এই শুভেচ্ছা বিনিময় শহরের ধর্মীয় সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেন স্থানীয়রা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *