বরিশাল অফিস ::’বরিশাল জেলার উজিরপুর ও আগৈলঝাড়ায় উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন’।
‘বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে সাকরাল মডেল বাজার সংলগ্ন ও একই দিনের দিবাগত রাত ১০ টার দিকে আগৈলঝাড়া সাব রেজিস্টার অফিসের সামনে এক দুর্ঘটনা ঘটে’।
বিষয়টি নিশ্চিত করেছেন,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ তিনি জানান,’ইট ভর্তি ট্রলি বেপরোয়া গতিতে চালিয়ে ডাবেরকুল বাজারের দিকে যাচ্ছিল সে সময় ওই গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নুসরাত আক্তার (১৩) স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ইট বোঝাই ট্রলিটি নুসরাত আক্তারকে মুখোমুখি ধাক্কা দেয়’। ‘এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। ‘তবে ট্রলিটিরচালক পালিয়ে যায়’।
এ দিকে,’ এ বিষয়ে বরিশাল আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,’কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ির যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে ভ্যান চালকের সংঘর্ষ হয়। এ সময়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়’।’ভ্যান চালককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়’।
নিহত মোটরসাইকেল চালকের ঠিকানা কাঠিরা গ্রামের শাহীন হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার তিনি।’অপরজন ভ্যানচালকের পরিচয় জানা যায়নি।
দুটি ঘটনারই লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।