বরিশাল অফিস :: মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত জেলার গৌরনদী পৌরসভার সাবেক কম্পিউটার অপারেটর মরহুম এম নাজমুল হুসাইন শুভ মিয়ার কবর জিয়ারত করেছেন বরিশাল গৌরনদী পৌরসভার নবনির্বাচিত জনতার মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া।
শুক্রবার বাদ জুম্মা পৌর এলাকার গেরাকুল মিয়াবাড়ির পারিবারিক কবরস্তানে মরহুম নাজমুল হুসাইন শুভ মিয়ার কবর জিয়ারতের সময় অন্যান্যদের মধ্যে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ এনায়েত করিম, প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম হেলাল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২ আগস্ট নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় বেপরোয়াগতির এনা পরিবহনের চাঁপায় নাজমুল হুসাইন শুভ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ঘটনার সময় তৎকালীন পৌর মেয়র হারিছুর রহমান একটিবারের জন্যও নিহতের কবর জিয়ারত কিংবা শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়ায়নি। এনিয়ে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ নিহতের পরিবারের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অতিসম্প্রতি জনতার প্রার্থী
আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া মেয়র নির্বাচিত হওয়ার পর দায়িত্বগ্রহণ শেষে শুক্রবার বাদ জুম্মা মরহুম নাজমুল হুসাইন শুভর কবর জিয়ারত করেছেন। একইসাথে নাজমুল হুসাইন শুভর স্ত্রী সুমা আক্তার ও এক মেয়ে সাহানা খানমসহ অসহায় পরিবারের দায়িত্বগ্রহণের আশ্বাস প্রদান করেছেন।