বরিশাল অফিস :: বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার ( ২২ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু উদ্যানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন স্কুলের সহযোগিতায় (অনূর্ধ্ব-১৬) ছাত্র ছাত্রদের নিয়ে অ্যাথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতা এবং মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন,বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম,বরিশাল জেলা তথ্য অফিস উপপরিচালক মোঃ রিয়াদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ সাইদুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। ১৭টি ইভেন্টে এই অ্যাথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।