বরিশালে চলতি মাস থেকে শুরু হয়েছে টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিতরণ, তবে এবার স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণের ক্ষেত্রে ভুয়া তথ্য প্রদানকারীদের কার্ড বাতিল করা হবে। এই উদ্যোগের ফলে টিসিবির ৬০ হাজার ভুয়া কার্ড বাতিলের আশঙ্কা করা হচ্ছে, এবং এতে প্রকৃত দরিদ্রদের জন্য নতুন করে স্মার্ট কার্ড বিতরণের সম্ভাবনা তৈরি হয়েছে।
টিসিবি বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল নগরীতে মোট ৯০ হাজার উপকারভোগী রয়েছে, তবে এর মধ্যে ৬০ হাজারের স্মার্ট কার্ড এখনও আসেনি। পাশাপাশি, বরিশাল জেলার ১০ উপজেলায় বর্তমানে উপকারভোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৯২১ জন। ৯১ জন ডিলারের মাধ্যমে উপকারভোগীদের মাঝে তিনটি পণ্য—২ লিটার তেল, ২ কেজি ডাল এবং ৫ কেজি চাল—বিতরণ করা হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ৯০০ টাকা, তবে উপকারভোগীরা মাত্র ৪৭০ টাকায় তা পাচ্ছেন।
টিসিবির পণ্য উত্তোলন করতে আসা কাসেম ও বাদলসহ কয়েকজন উপকারভোগী জানান, ভুয়া তথ্যের কারণে একাধিক কার্ড রয়েছে একই পরিবারে। বিশেষত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে সম্পর্কিত পরিবারগুলোর সদস্যদের একাধিক কার্ড দেওয়া হয়েছে, ফলে প্রকৃত দরিদ্ররা টিসিবির পণ্য পাচ্ছেন না। তারা অভিযোগ করেন, কাউন্সিলর ও স্থানীয় নেতাদের মাধ্যমে এই কার্ড বিতরণ করা হয়েছে এবং এটি ভোটার বাগিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে।
এদিকে, চাঁদমারী এলাকার ডিলার মিজানুর রহমান জানান, তার অধীনে বর্তমানে ২১০০ উপকারভোগী কার্ডধারী রয়েছেন, তবে এই মাসে মাত্র ৬০০ উপকারভোগী স্মার্ট কার্ডের অধীনে পণ্য পাবেন। এর কারণ, বেশিরভাগ কার্ডে ভুল তথ্য দেওয়া হয়েছে এবং অনেক কার্ডের ঠিকানা ভুল, এমনকি পিতার নামও সঠিক নয়। কিছু কার্ডের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যের কার্ড পাওয়া গেছে, যা বাতিল করা হয়েছে।
টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মন্ডল জানিয়েছেন, স্মার্ট কার্ডে পণ্য বিতরণের মাধ্যমে কার্যক্রম আরও স্বচ্ছতা লাভ করবে। তিনি বলেন, “তথ্য যাচাইয়ের পর যাদের সঠিক তথ্য পাওয়া গেছে, তাদের জন্য স্মার্ট কার্ড তৈরি করা হচ্ছে।”
এদিকে, কার্ড বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন উপকারভোগীরা, এবং তারা দাবি করেছেন যে, যারা এতদিন কার্ড পাননি, তাদের জন্য নতুন স্মার্ট কার্ড দেওয়া হোক।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম