শিরোনাম

বরিশালে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Views: 49

বরিশাল অফিস :: বিদ্যুৎখাতে খাতে ভুলনীতি ও দূর্নীতির দায় জনগণ নেবে না এই শ্লোগানকে সামনে রেখে বিদ্যুতের মূল্যবৃদ্ধির অযৌক্তিক গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা।

আজ শুক্রবার (১লা মার্চ সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়।

অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার,বিরেন রায় ও বিজন সিকদার প্রমুখ।

বক্তারা বলেন, সরকার বিদ্যুৎ খাত থেকে ভর্তুকি প্রত্যাহারের কথা বলে বিদ্যুৎ খাতে ইউনিট প্রতি ৩৪ থেকে ৭০ পয়সা বৃদ্ধির যে গনবিরোধী সিদ্ধান্ত ঘোষণা করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক। সরকার জনগনের টাকায় ভর্তুকি দেয় যা জনগনের জন্যই খরচ করতে হবে। সরকার এতদিন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রকে ভর্তুকি দিতে গিয়ে ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা দিয়েছে অথচ জনগনের টাকা জনগণের জন্য ব্যয় করতে আজ তারা অস্বীকৃতি জানাচ্ছে। নির্বাহী আদেশে তারা গণশুনানি বাতিল করে বিদ্যুতের মূল্য সমন্বয়ের কথা বলে বিদ্যুৎ খাতে ভুলনীতি ও দুর্নীতির দায় জনগণের পকেটের উপর চাপানোর চক্রান্ত করছে। অথচ প্রতিবছর বাংলাদেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে যা দিয়ে জ্বালানিখাতে ভর্তুকি দেয়ার অর্থসংস্থান করা খুব ভালভাবে সম্ভব।

বক্তারা অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির গনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *