বরিশাল অফিস : বরিশাল বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যুতে, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের পরিদর্শন শেষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
বরিশাল জেলার বাকেরগঞ্জের উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা ও ২ শিশুর মৃত্যু হয়। মোঃ রিয়াজ মোল্লার স্ত্রী সনিয়া (৩০), কন্যা রেজবি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫)।
শনিবার ২৭ এপ্রিল সকাল ১১টায় মোঃ রিয়াজ মোল্লার বসতঘরের পাশে বিদ্যুতের তার ছিড়ে জমে থাকা পানিতে পড়ে থাকলে সালমান মোল্লা (৫) বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে মা আর মা ও ভাইয়ের কাছে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজবির মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর শুনতে পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মোহাম্মদ সাইফুর রহমানসহ আরও অনেকে।