বরিশালে বিপিএল-২০২৪ এর উদ্বোধনী খেলা শুরু হলেও, এবারের আয়োজনে নগরবাসী একসাথে খেলা উপভোগ করতে পারছেন না। বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৬টি এলইডি মনিটরের মধ্যে ৫টি বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে, যার ফলে জনগণ খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। গতকাল ফরচুন বরিশাল বনাম রাজশাহী রয়্যালস এর উদ্বোধনী খেলা শুরু হওয়ার পর, এসব মনিটরে খেলা দেখানোর ঐতিহ্য আর দেখা যাচ্ছে না।
২০১৯ সালে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নগরীর বিভিন্ন জনবহুল স্থানে এলইডি মনিটর স্থাপন করেছিল। রুপাতলী, নথুল্লাবাদ, বিবির পুকুর পাড়, এ্যানেক্স ভবন, বেলস পার্ক এবং নগর ভবন ছিল এই মনিটরগুলোর স্থাপন স্থান। এসব মনিটরে নগরবাসী বিপিএলসহ বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতেন। বিশেষ করে বিপিএলের সময় ফরচুন বরিশালের ম্যাচগুলো দেখানো হলে হাজার হাজার মানুষ একসাথে খেলা উপভোগ করতেন।
কিন্তু, এসব মনিটর স্থাপনের দুই-তিন বছরের মধ্যেই তদারকির অভাবে একে একে নষ্ট হতে শুরু করে। ঘূর্নিঝড় রিমাল এবং ৫ই আগস্টে শেখ হাসিনার পতনের পর এ্যানেক্স ভবনের মনিটরটি পুড়ে নষ্ট হয়ে যায়। বর্তমানে মোট ৬টি এলইডি মনিটরের মধ্যে একমাত্র নগর ভবনের মনিটরটি অবশিষ্ট রয়েছে, তবে সেটিও ত্রুটিপূর্ণ এবং যেকোন সময় বিকল হতে পারে বলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার প্রধান ওয়াহিদ মুরাদ বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে একে একে মনিটরগুলো বিকল হয়েছে এবং এগুলো ঠিক করার কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ভবিষ্যতে এগুলো ঠিক করা হবে কিনা, তা নিশ্চিত না। তবে প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এ বিষয়ে পদক্ষেপ নেয়া হতে পারে।”
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আহসান ফেরদৌস বলেন, “বরিশালের সাধারণ মানুষ বিগত দিনে এই মনিটরে খেলা উপভোগ করেছে। খেলার দিনগুলো ছিল উৎসবমুখর। বর্তমানে জনগণ বঞ্চিত হচ্ছে একসাথে খেলা দেখার আনন্দ থেকে। আমি মনে করি, নগরবাসীর বিনোদনের স্বার্থে মনিটরগুলো ঠিক করা উচিত।”
এ পরিস্থিতি নিয়ে নগরবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছেন, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত, যাতে ভবিষ্যতে শহরের জনগণ আবারও একসাথে খেলা উপভোগ করতে পারে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম