শিরোনাম

বরিশালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি

Views: 39

চন্দ্রদ্বীপ নিউজ::বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে বিএনপি। বরিশাল জেলা বিএনপি, মহানগর যুবদল এবং জেলা দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো পৃথক সমাবেশ ও র‌্যালির আয়োজন করেছে।

বরিশাল জেলা বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তারা একটি র‌্যালি বের করে, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শহীনসহ নেতৃবৃন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন।

পাশাপাশি বরিশাল মহানগর যুবদল, জেলা দক্ষিণ বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও পৃথকভাবে র‌্যালি আয়োজন করেন। তারা সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু করে।

এ উপলক্ষে বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণার দাবি জানান। সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে এসে সমবেত হন। তাদের হাতে ছিল বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড।

এ সময় বরিশাল সদর মৎস্যজীবী দল বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন,বরিশাল সদর উপজেলা মৎস্য বিএনপির সভাপতি খোকন হাওলাদার ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লিটন সহ মৎস্যজীবী অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *