শিরোনাম

বরিশালে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

Views: 46

বরিশাল অফিস :: বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার( ৯ ফেব্রুয়ারি) সকালে বরিশাল জেলা প্রশাসন ও বিসিক এর আয়োজনে বেলুন-ফেস্টুন উড়িয়ে বিসিক উদ্যোক্তা মেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন,বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে,বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি সভাপতি ও চেয়ারম্যান ফরচুন সুজ লিঃ মোঃ মিজানুর রহমান,বরিশাল সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ মোঃ হোসেন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, বিসিক ডিজিএম মোঃ নজরুল ইসলামসহ, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দ।

শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে দশ দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে কথা বলেন।

মেলায় উদ্যোক্তাগণ তাদের নিজেদের হাতে বানানো ও বানিজ্যিক বিভিন্ন রঙ্গের বাহারী পোষাক, ছোট শিশুদের উলের কাপড়, পাটের তৈরী সামগ্রী, মেয়েদের রুপচর্চার নানা-সামগ্রী, বাসায় বানানো কিন্তু অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে বিক্রি হয় এমন নানা স্বাদের খাবারের সমাহার যার মাঝে রয়েছে নানা স্বাদের আচার ও দেশী-বিদেশী মেক-আপ সামগ্রী বিক্রয়ের স্টলসহ ৬৫টি স্টল স্থান পেয়েছে যা উদ্বোধনী দিনেই মানুষের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল।

এছাড়া মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা রয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *