শিরোনাম

বরিশালে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বিভাগীয় কমিশনারের সংবাদ সম্মেলন

Views: 40

বরিশাল অফিস : তিন মন্ত্রণালয়ের সমন্বয় না হলে ভূমির অনিয়ম দূর হবেনা। বেশিরভাগ স্বজনপ্রীতি ভূমিতে, কর্মকর্তা ও কর্মচারীরা বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। তাই ব্যবস্থা গ্রহণ কঠিন ষোল বছর আগে এ কথাগুলো বলেছিলেন বাংলাদেশ আমজনতা পরিষদের (বাপ) চেয়ারম্যান ইয়াছিন আরাফাত। বৃহস্পতিবার ৬ জুন ২০২৪ বরিশালের সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় কমিশনার শওকত আলীও একই কথা বললেন। আগামী একসপ্তাহ তাৎক্ষণিক সেবা দেবে দেশের ভূমি অফিস।

আগামী ৮ জুন থেকে ১৪ জুন একসপ্তাহ পর্যন্ত সাধারণ মানুষের মাঝে তাৎক্ষণিক সেবা দেবে ভূমি অফিস। সারাদেশের ধারাবাহিকতায বরিশালেও ৪২ টি উপজেলা এবং ২৫২ টি ইউনিয়নে এই সেবা দেয়া হবে বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী।

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্য নিয়ে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার আরো বলেন, তিনি বরিশাল আসার পর চারমাসে ভূমি সংক্রান্ত অনিয়মের জন্য ১২ জন কর্মকর্তা ও কর্মচারীকে শাস্তির আওতায় এনেছেন। সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন, জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার শওকত আলী বলেন, ভূমি সেবা সপ্তাহের মূল কাজই হচ্ছে মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবা সমূহ তুলে ধরে তার প্রতিকার পথও দেখিয়ে দেয়া। তবে এবারের এই ভূমি সেবা সপ্তাহ অনেকটা মেলার মতই তাৎক্ষণিক সমস্যার সমাধান করে দেবে। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ভূমি সেবা পেতে হলে ডিজিটালাইজেশন এর বিকল্প নেই। সবকিছু এখন থেকে অনলাইনে স্মার্ট ফোনেই ভূমি সংক্রান্ত সব তথ্য ও নামজারি সেবা পাওয়া যাবে বলে জানান বিভাগীয় কমিশনার।

তিনি হতাশা প্রকাশ করে বলেন, তিনটি বিভাগের হাতে ভূমি সংক্রান্ত বিষয়াদি।আবার বরিশাল অঞ্চলের বড় সমস্যা হচ্ছে, এখানের সরকারি অফিসের বেশিরভাগ কর্মকর্তা ও কর্মচারী এই বরিশালেরই লোক। ফলে স্বজনপ্রীতি ও অনিয়ম-দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে বলে জানান বিভাগীয় কমিশনার শওকত আলী।

এই ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সারা বাংলাদেশের ধারাবাহিকতায় বরিশাল জেলা সহ বিভাগের ৬টি জেলায় ৪২ টি উপজেলা এবং ২৫২ টি ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে বলে জানালেন বক্তারা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *