শিরোনাম

বরিশালে ভোটার দিবসে র‌্যালি

Views: 98

বরিশাল অফিস :: “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” শ্লোগানকে সামনে রেখে নগরীতে জাতীয় ভোটার দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি তরুণ প্রজন্মের প্রতি জ্ঞানার্জন, শৃঙ্খলা রক্ষা ও সাহসী ভূমিকা পালনের উপদেশ দিয়েছেন। তিনি উপস্থিত সকলকে আগামী নির্বাচনগুলোতেও বরিশাল এবং বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে আন্তরিক ও যোগ্য প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান করেন।

শনিবার সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসান। এর আগে নানাবিধ সেবা কার্যক্রম, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

একইদিন গৌরনদীতে ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সহ অন্যান্যরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *