বরিশাল অফিস: বরিশাল জেলার ছয়টি আসনে ভোটার বেড়েছে ৩ লাখ ৫৫ হাজার ৫১৯ জন। এরমধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন নয়জন। জেলা নির্বাচন অফিস থেকে প্রস্তুতকৃত চূড়ান্ত ভোটার তালিকার বরাতে এসব তথ্য জানানো হয়েছে।
শনিবার সকালে জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান মুন্সী বলেন, ভোটার তালিকা অনেকটা চূড়ান্ত করা হয়েছে। তবে ভোটকেন্দ্র ও কক্ষ সংখ্যায় পরিবর্তন আসতে পারে। প্রস্তুতকৃত তালিকা আগামী ৩০ নভেম্বর কমিশনে পাঠানো হবে। সেখান থেকে পুনরায় চূড়ান্ত তালিকা পাঠানো হবে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৩ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১৫ লাখ ২৯ হাজার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ৪৫ হাজার ২৯১ জন বেড়ে মোট ভোট সংখ্যা হয়েছিলো ১৭ লাখ ৭৬ হাজার ৫৫৫ জন। আর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ছয়টি আসনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন। যা একাদশ সংসদ নির্বাচনের মোট ভোটারের তুলনায় ৩ লাখ ৫৫ হাজার ৫১৯ ভোট বেশি।
সূত্রে আরও জানা গেছে, এবারের প্রস্তুতকৃত খসড়া ভোটার তালিকায় রয়েছেন ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন পুরুষ ও ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন নারী। এরমধ্যে নয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। পাশাপাশি এবারের তালিকায় স্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮২৭টি। আর ভোটকক্ষ হতে পারে ৪ হাজার ৯৭১টি।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।