বরিশাল অফিস :: দক্ষিণাঞ্চলে গত তিন-চার দিন ধরে হিমেল হাওয়া,প্রচন্ড শীত ও কুয়াশা অব্যাহত থাকার পড়ে আজ সোমবার (১৫ জানুয়ারী) মেঘলা আকাশে কিছুটা রোদের দেখা মিলেছে। তবে সে রোদের তাপমাত্রা বেশি নয়। শীতের হিমেল হাওয়া অব্যাহত রয়েছে এখনো।
তারপরও বরিশালের জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিতে শুরু করেছে সকালে থেকে বরিশালে বিভিন্ন সড়কে আগের কয়েকদিনের চেয়ে লোকজনের ও গাড়ির সংখ্যা বৃদ্ধি দেখা গেছে। এতে করে সাধারণ নিম্ন আয়ের মানুষের তাদের মাঝে এক ধরণের চাঞ্চল্যতা দেখা গেছে কাজের সন্ধানে বের হচ্ছে তারা, খুলতে শুরু হয়েছে বিভিন্ন অফিসও দোকান।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, বরিশালের আকাশ মেঘলা হলেও সকাল থেকে কিছুটা রোদের দেখা মিলেছে ও উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল হাওয়ায় এখনো শীত অনুভূত হচ্ছে। মাঝে-মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
এ অঞ্চলে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সোমবার ভোরে থেকে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ৯ টার রোদের দেখা মেলে। তাই তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াস হয়। কিন্তু সূর্য ডোবার সাথে সাথে আবারো শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানান তিনি।