শিরোনাম

বরিশালে যুবককে চাঁপা দিয়ে পুকুরের মধ্যে বাস নিহত ২

Views: 54

বরিশাল অফিস :: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন চৌকিদার বাড়ি নামক এলাকা অতিক্রমকালে পথচারী সুমন সরদারকে (১৮) নামের এক যুবকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই স্থানীয় বেলাল সরদারের ছেলে সুমন সরদার নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে,বরিশাল উজিরপুর মডেল থানার ওসি (তদ ন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, যশোর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের (যশোর-ব ১১-০২৪৬) একটি বাস বুধবার দুপুর একটার দিকে সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন চৌকিদার বাড়ি নামক এলাকা অতিক্রমকালে পথচারী সুমন সরদারকে (১৮) চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই স্থানীয় বেলাল সরদারের ছেলে সুমন সরদার নিহত হয়। এ ছাড়া আরো এক যাত্রী নিহত হয়েছেন এখনো পযর্ন্ত তার পরিচয় পাওয়া যায়নি। বাসটি একপর্যায়ে বেপরোয়াগতির চাকলাদার পরিবহনটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পুকুরের মধ্যে পরে যায়।


বরিশাল গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং ডুবুরি দল প্রায় দুইঘন্টা অভিযান চালিয়ে পুকুরে পড়া বাসের মধ্যে থেকে এক যাত্রীর মৃত দেহ উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর পরই ঘাতক বাসের চালক ও হেলপার পলিয়ে গেছে।

ওসি আরও জানান, দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *