শিরোনাম

বরিশালে যুব সদস্যদের জলবায়ু সড়ক অবরোধ

Views: 247

বরিশাল অফিস: বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্ততার মাত্রা বিবেচনায় উপযুক্ত ক্ষতিপুরণের দাবীতে পৃথিবীর প্রায় ১৫০টি দেশের সাথে সংহতি জানিয়ে নগরীর প্রাণ কেন্দ্র সদররোড সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ক্লাইমেট ষ্ট্রাইক আয়োজন কমিটি।

আজ শুক্রবার (১৫) সেপ্টেম্বর সকাল ১টায় এলায়েন্স ফর ইয়ূত এন্ড ডেভেলপমেন্ট এওয়াইডির আয়োজনে ও উন্নয়ন সংস্থা আভাষের সহযোগীতা একর্মসূচি পালিত হয়।

জাতীয় যুব কাউন্সিল বরিশাল বিভাগীয় প্রতিনিধি এওয়াইডি কর্তৃক ক্লাইমেট স্ট্রাইক আয়োজন কমিটির আহবায়ক কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহন করে বক্তব্য রাখেন বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ,উন্নয়ন সংস্থা আভাষের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল,যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার,বরিশাল বিভাগীয় (বাপা) সমন্বয়ক রফিকুল আলম ও বরিশাল ট্রেড ইউনিয়ন নেতা এ্যাড. একে আজাদ প্রমুখ।

এ সময় বিভিন্ন বক্তরা বলেন, উন্নত দেশসমূহের বিলাসী জীবনের দায় আমাদের নিতে হচ্ছে কারণ পৃথিবী একটাই আমরা সবাই মানুষ একি আলো বাতাসে লালিত হই তাই এ বায়ুকে যারা দূষিত করে তাদেরকেই দায় নিতে হবে। জল ও বায়ুর প্রতিনিয়ত ত’ষণের ফলে কতটা ভয়াবহ রুপধারন করেছে তা ইতিমধ্যে দৃশ্যমান।

অদূর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন পদক্ষেপ গ্রহণ না করলে পৃথিবী হতে পারে জীবনের অস্তিত্ব শুন্য। এর পর্বে বরিশালের ৪১টি সংগঠনের দুই শতাধিক সদস্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিভিন্ন প্লেকার্ড নিয়ে এক মিছিল সহকারে সদররোড এসে তারা সড়কে বসে অবরোধ কর্মসূচি পালন করে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *