বরিশাল অফিস :: বরিশাল জেলা প্রশাসন,মৎস বিভাগ ও বরিশাল নৌপুলিশের যৌথ অভিযানে ৪ হাজার পাঁচশত কেজি জাটকা জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল অঞ্চলের নৌপুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বরিশাল সিএন্ডবি রোডে ঢাকা- বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা হয়।
জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা প্রশাসন,মৎস বিভাগ ও বরিশাল নৌপুলিশ ঢাকা বরিশাল মহাসড়কে রাত সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করেন।এসময় দুইটি ট্রাকে অভিযান করে ৪৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানাযায়।
বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা প্রশাসন,মৎস বিভাগ ও বরিশাল নৌপুলিশের যৌথ অভিযানে ৪ হাজার পাঁচশত কেজি ঝাটকা জব্দ করা হয়। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে সাত জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ মাছগুলো বিভিন্ন মাদ্রাসায় বিলি করা হয়। তাদের এই “বিশেষ কম্বিং অপারেশন ২০২৪” অব্যাহত থাকবে বলে জানান তিনি।