বরিশাল অফিস:: বরিশালের গৌরনদীতে রাস্তার পাশের ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পথচারীদের কাছ থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ এলাকা থেকে উদ্ধার করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন,বরিশাল গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম তিনি জানান, নবজাতককে কে বা কাহারা ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাঃ তৌকির আহমেদ বলেন, রক্তমাখা অবস্থায় নবজাতককে পাওয়া যায়। তার শারীরিক অবস্থা একটু খারাপই ছিলো। হাসপাতালে নিয়ে আসার পর নবজাতককে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।
বাটাজোর এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, রাতে শয়ন সরদার নামের এলাকার এক ছোট ভাই বাসায় ফিরছিলো। পথিমধ্যে রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে আমাকে ফোন দেয়। পরে ঝোপের মধ্যে গিয়ে কাঁথায় মোড়ানো ফুটফুটে কন্যা শিশু দেখতে পাই।