বরিশাল অফিস:: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধে নিহত উপজেলার ১৬ জন শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।