বরিশালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই কার্যক্রম চলমান। বৃহস্পতিবার দুপুরে নগরীর কালিবাড়ি রোডে সাড়ে তিনশ অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় শীতবস্ত্র ছাড়াও, জনসাধারণের মাঝে বিএনপির দেওয়া ৩১ দফা আন্দোলনের লিফলেটও বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, যুবদল নেতা টিটু, এবং অন্যান্য বিএনপির নেতা-কর্মীরা।
প্রধান অতিথি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ তার বক্তব্যে বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি যারা করছে, তারা দলের সদস্য নয়। বিএনপির নেতাকর্মী যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, তবে তাদের আইনের আওতায় আনতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সেই লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠনসহ রাষ্ট্রের বিভিন্ন সংস্কার প্রয়োজন।”
এছাড়া, বিকালে বরিশালের ১নং ও ১৮নং ওয়ার্ডে লিফলেট ও শীতবস্ত্র বিতরণ করেন আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম