শিরোনাম

বরিশালে শীতে ঠান্ডাজনিত রোগে বাড়ছে শিশু মৃত্যু

Views: 74

বরিশাল অফিস :: তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১৫ রোগীর মৃত্যু হয়েছে। জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইসব শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে হাসপাতাল সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন,বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল তিনি বলেন,শীত মৌসুমে কুয়াশায় মিশে থাকা ধূলিকণা ফুসফুসে প্রবেশ করে। তাই আগের চেয়ে এ বছর বেশি মানুষ ফুসফুসের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন।

তিনি বলেন, শেবাচিম হাসপাতালের বাহিরেও বিভাগের অন্য সরকারি হাসপাতালে জানুয়ারি মাসজুড়ে চারজন রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছরে এক থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত শেবাচিম হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১১৫জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে শীতজনিত নানারোগে আক্রান্ত হয়ে ৫ হাজার ২৮৫ জন শিশু এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মারা যাওয়া শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছিল।


বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি মাসে শেবাচিম হাসপাতালের বাহিরে ছয় জেলা সদরের হাসপাতালসহ ৪২ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে ৫ হাজার ১৪৪ জন রোগী। এদেরমধ্যে মারা গেছে চারজন শিশু।

 

শেবাচিম হাসপাতালের শিশু ওয়ার্ডের সেবিকারা জানান, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অধিকাংশ ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া, ডায়রিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট, শ্বাসতন্ত্রের বিভিন্নরোগে আক্রান্ত। একারণে হাসপাতালে শয্যা সঙ্কট দেখা দিয়েছে। তাই মেঝেতে শুইয়ে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *