শিরোনাম

বরিশালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৯ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Views: 22

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরিশালের কোতোয়ালি মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৯ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, দুই সিটি মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানও আসামি হয়েছেন। রোববার (২০ অক্টোবর) বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার এই মামলা করেন।

বাদী জিয়াউদ্দিন সিকদার জানান, প্রথমে থানায় অভিযোগ জমা দেওয়া হলেও কিছু ভুল-ভ্রান্তির কারণে মামলা হয়নি। পরে তিনি আদালতে আবেদন করেন, যেখানে বিচারক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করে মামলা দায়েরের নির্দেশ দেন। এরপর চলতি মাসের দ্বিতীয় দফায় থানায় অভিযোগ জমা দেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে রোববার মামলা দায়ের করা হয়েছে। মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে, এবং আরো ৫০৩ জনকে নামধারী ও অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডার হিসেবে কাজ করছে। সাধারণ মানুষের প্রতিবাদের ওপর হামলার উদ্দেশ্যে তারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। ১৯ জুলাই নগরের সিঅ্যান্ডবি সড়কে বিএনপির শোক র‌্যালির সময় আসামিরা সশস্ত্র অবস্থায় বিস্ফোরক দ্রব্য ও ককটেল ব্যবহার করে হামলা চালান।

আসামিরা হত্যার উদ্দেশ্যে পিস্তল, শটগান ও রিভলভার দিয়ে গুলি করে, এবং বাদীর কাছ থেকে লাইসেন্সকৃত পিস্তল ও প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে ও তার সহযোগীদের গুরুতর জখম করে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *