শিরোনাম

বরিশালে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র খোকন

Views: 64

বরিশাল অফিস :: বরিশাল নগরীতে ২০ কোটি টাকার সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

বুধবার বেলা ১২টার দিকে নগরীর ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এবং পোর্ট রোড এ. করিম আইডিয়াল কলেজ এলাকায় পৃথক দোয়া মোনাজাতের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, ঠিকাদার ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, ভাটিখানা মেইন রোডে ৯৯৫ মিটার রাস্তা ও ৮৫৪ মিটার ড্রেন, এবং পলাশপুরে ৯৪০ মিটার রাস্তা ও ১১৬৫ মিটার ড্রেন নির্মাণে বরাদ্দ ছিলো ১১ কোটি ৭৭ লাখ টাকা। অপরদিকে পোর্ট রোডে ৬৩৬ মিটার রাস্তা ও ৪৪২ মিটার ড্রেন এবং বিআইপি রোডে ৮০০ মিটার রাস্তা ও ৩৯০ মিটার ড্রেন নির্মণে বরাদ্দ ছিলো ৯ কোটি ১২ লাখ টাকা। সম্প্রতি এই সড়ক ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হয়। এগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *