বরিশাল অফিস : বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় ট্রাক চাঁপায় দুই শ্রমিক, দপদপিয়া এলাকায় মোটরসাইকেল ও মাহেন্দ্রার মুখামুখি সংঘর্ষে সাবেক ইউপি সদস্য এবং উজিরপুরের ইচলাদী এলাকায় বাস চাঁপায় এক যুবকসহ মোট চারজন নিহত হয়েছেন।
এরমধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রাত পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন কন্ট্রাক্টর বাড়ির একটি পুকুর ভরাটের জন্য বেশ কয়েকটি ট্রাকে বালু আনা হয়। ওইসব ট্রাক থেকে বালু পুকুরে ফেলার জন্য অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করছিলো শ্রমিক ইউনুস আলী (৫৮) ও হাবিবুবর রহমান (৩৭)। ঘটনার সময় একটি ট্রাকের পেছনের চাকার পাশ থেকে বালু সরাচ্ছিলেন ইউনুস ও হাবিব। এ সময় ট্রাকটি পেছনের দিকে গেলে চাকার নিচে চাঁপা পরে ঘটনাস্থলেই ইউনুস ও হাবিব নিহত হন। নিহতরা ওই এলাকার কন্ট্রাক্টর বাড়ির মামুন চৌধুরীর বাসায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন। কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর সবাই পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
অপরদিকে বুধবার দিবাগত রাতে দপদপিয়া এলাকায় মাহেন্দ্রার সাথে সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক রিয়াজুল ইসলাম সবুজ (৪০) দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। একইদিন দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী এমএ জলিল সেতুতে তেঁতুলিয়া পরিবহনের চাঁপায় নিহত মোটরসাইকেল চালক সজিব বাড়ৈ (২৮) বাহেরঘাট গ্রামের রামপাল বাড়ৈর ছেলে।