বরিশাল অফিস : বরিশাল নগরীসহ সদর উপজেলার সকল মন্ডপের সন্ধ্যা ৬ টার মধ্যে দূর্গা প্রতিমা বিসর্জন দেয়ার সিদ্বান্ত নেয়া হয়েছে।
গতকাল বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) কমিশনারের কার্যালয়ে মহানগর ও সদর উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় ।
সভায় পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, বরিশাল মহানগর এলাকায় ৮৭টি মন্ডপে পূজা হবে। এর মধ্যে ৭৮টি সার্বজনীন ও ৯ টি ব্যক্তিগত মন্ড। এসবের মধ্যে ৩৬টি অধিক ঝুকিপূর্ন এবং ৩৭ ঝুকিপূর্ন মন্ডপ রয়েছে। চারটি মন্ডপ নিয়ে বিরোধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিরোধ সমাধানের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো জানান, ৪৯টি মন্ডপে সিসি ক্যামেরা রয়েছে। যে পূজা মন্ডপে সি?সি ক্যামেরা স্থাপনের সামর্থ্য নেই তাদের পুলিশ সহায়তা করবে। মন্ডপের ধরণ অনুযায়ী নিরাপত্তায় ৪, ৬ ও ৮ জন করে আনসার মোতায়েন থাকবে। মন্ডপে পোষাক ও সাদা পোষাকধারী পুলিশ সদস্য থাকবেন। স্বেচ্ছাসেবক থাকবে ৮৪১ জন। সন্ধ্যা ৬ টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। আতসবাজি নিষিদ্ধ থাকবে। পূজাকে ঘিরে মাদক নিয়ন্ত্রণে সকলকে সম্মিলিত ভাবে প্রতিরোধে কাজ করতে হবে ।
সভায় বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসেন, উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা, নজরুল ইসলাম, জাকির হোসেন মজুমদার, র্যাব ৮ এর উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলম, সচেতন নাগরিক কমিটি বরিশালের সাবেক সভাপতি শাহ সাজেদা, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু,মহানগরের সাবেক সভাপতি নারায়ন চন্দ্র দে নারু উপস্থিত ছিলেন ।