বরিশাল অফিস :: আধুনিক, বৈষম্যহীন এবং মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলার দাবিতে বরিশালে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৯ নভেম্বর) বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক মিলনায়তনে এই সমাবেশে বক্তারা বলেন, ক্যাডার বৈষম্যের কারণে কাঙ্ক্ষিত জনসেবা প্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশের টেকসই উন্নয়ন বিঘ্নিত হচ্ছে।
বক্তারা বলেন, জনপ্রশাসনে সমতা আনার লক্ষ্যে সকল ক্যাডারের মতামতের ভিত্তিতে কাঠামোগত সংস্কার জরুরি। তারা ‘ক্যাডার যার, মন্ত্রণালয় তার’—এই নীতিতে জনপ্রশাসন পুনর্গঠনের দাবি জানান এবং উপসচিব ও তদুর্ধ্ব পদগুলোতে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে সকল ক্যাডার থেকে নিয়োগের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ক্যাডারদের মধ্যে পদোন্নতি, পদায়ন, গ্রেডপ্রাপ্তি, এবং প্রিভিলেজের ক্ষেত্রে সমতা আনতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, ঔপনিবেশিক আমলে তৈরি প্রশাসন ব্যবস্থা দেশে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় সহায়ক হিসেবে কাজ করেছে। তাই একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সিভিল সার্ভিসের বর্তমান বৈষম্যমূলক কাঠামোর সংস্কার প্রয়োজন।
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দেশের ২৬টি ক্যাডারের মধ্যে ২৫টি ক্যাডারকে প্রতিনিধিত্ব করে। পরিষদের আহ্বায়ক এ.টি.এম রাসেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফাসহ বিভিন্ন প্রশাসনিক বিভাগের শীর্ষ কর্মকর্তা ও কেন্দ্রীয় সমন্বয়করা সমাবেশে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম।
“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”