শিরোনাম

বরিশালে সাপের কামড়ে নারীর মৃত্যু

Views: 32

বরিশাল অফিস :: বরিশালে সাপের কামড়ে সুমাইয়া আক্তার মনি (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টায় দিকে মনিকে মৃত ঘোষণা করেন শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) কর্তব্যরত চিকিৎসক।

এর আগে সোমবার (১ জুলাই) রাতে নিজের ঘরে সাপের দংশনের শিকার হন মনি। এ তথ্য জানিয়েছেন তার স্বামী মাহবুবুর রহমান মিঠু।

সুমাইয়া আক্তার মনি পাথরঘাটার চরদুয়ানী ছয়রাবাদ গ্রামে স্বামী-সন্তানের সঙ্গে বসবাস করতেন। তিনি এক সন্তানের মা ছিলেন।

মনির স্বামী মাহবুবুর রহমান মিঠু জানান, সোমবার রাত ১১টার দিকে টয়লেটে গিয়েছিলেন মনি। সেখানে তাকে একটি সাপ দংশন করে। আহত অবস্থায় মনিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা মনিকে চারটি ইনজেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন মনি। পরে তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *