বরিশাল অফিস :: বরিশালের হিজলা উপজেলায় সাপের কামড়ে এক নারী মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর জমাদ্দার জানান।
মৃত ফাহিমা বেগম (৫০) ওই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর ঘরামীর স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী। ইউপি সদস্য জাহাঙ্গীর বলেন, সকালে ওই গৃহবধূ ঘর ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় গর্ত থেকে একটি সাপ বের হয়ে তাকে কামড় দেয়।
দুর্গম ওই গ্রাম থেকে হাসপাতালে আনতে আনতে পথে মারা যান তিনি। এ ঘটনার পর ওই গ্রামে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে তাকে কোন সাপ কামড় দিয়েছে তা জানেন না বলে জানান এই ইউপি সদস্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাজেদুল হক কাওসার বলেন, সাপের কাটা এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়েছে। এরপর তার পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে বলে জানান এই চিকিৎসক।