বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ১৩ জানুয়ারি রাতে তার নিজ বাসভবন থেকে আটক করা হয়। বর্তমানে তাকে আদালতে হাজির করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল মালেক হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায়। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
গত ৪ আগস্ট বরিশাল জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার পর ২৩ আগস্ট মামলাটি দায়ের করা হয়। মামলায় মোট ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়েছিল এবং আরও ৬০০-৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে যুক্ত করা হয়েছিল।
চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ছিলেন। যদিও তিনি দলীয় পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন, তবুও রাজনীতিতে সক্রিয় ছিলেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম