বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২০১৮ সালের নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুসহ ১৬২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হলেন উপজেলার দেহেরগতি বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন হেমায়েত। তিনি গত বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জ থানায় মামলাটি দাখিল করেন।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম রোববার (২৪ নভেম্বর) জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, জাতীয় পার্টির সাবেক সভাপতি মুকিতুর রহমান কিসলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ্জামান মিলন, সাবেক এমপি শেখ মুহাম্মদ টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, কাজী ইমদাদুল হক দুলাল, মাধবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ আরও ১৫০ জন অজ্ঞাত আসামি হিসেবে এজাহারে নাম উল্লেখ করা হয়েছে।
এজাহারের সূত্র মতে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনকালে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৩ নং কেন্দ্রে আসামিরা অস্ত্রসহ উপস্থিত হয়ে ধানের শিষের এজেন্টদের মারপিট করে কেন্দ্র দখল করে। এ সময় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনে জালিয়াতি করে তারা বিজয়ী হন।
মামলার প্রধান আসামি সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম