শিরোনাম

বরিশালে সাবেক স্বামীর কবর জিয়ারত করলেন পরীমণি

Views: 12

চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি বরিশাল গিয়ে তার সাবেক স্বামী ইসমাইল হোসেনের কবর জিয়ারত করেছেন। ইসমাইল হোসেন, যিনি পরীমণির প্রথম স্বামী, সড়ক দুর্ঘটনায় মারা যান। কিছুদিন আগে, ইসমাইল এবং তার বন্ধু মনির মোটরসাইকেলে ঢাকা যাওয়ার পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পরীমণি জানান, তিনি তার মা থেকে ইসমাইলের মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে যান। তিনি বলেন, “এবার বাড়িতে আসার পরই মা আমাকে জানালেন, ইসমাইল তো বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে! এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

পরীমণি আরও বলেন, “সাধারণত আমি মৃত মানুষের মুখ দেখতে পারি না, কিন্তু এ জীবনে একমাত্র নানুভাইয়ের মুখটাই আমি দেখেছি। আর ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি। তবে কবর জিয়ারত করেছি। সেখানে আমাদের পরিবারের আরও অনেকগুলো কবর রয়েছে, তবে সবচেয়ে নতুন কবরটা ইসমাইলের। তার বাবাসহ আমরা কবর জিয়ারত করেছি।”

এদিকে, পরীমণি জানান, ইসমাইল তার পরিবারের সদস্যের মতোই ছিলেন, তাই তার মৃত্যুটা মেনে নেওয়া খুব কঠিন।

ইসমাইল হোসেন এবং পরীমণির বিয়ে ২০১২ সালের ২৮ এপ্রিল হয়েছিল। তিনি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে ছিলেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *