বরিশাল অফিস :: বরিশাল সদর-৫ আসনের নৌকার প্রার্থী ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থীদের মধ্যে মারামারিতে আহত হয়েছেন দুই নারীসহ ৬জন। এছাড়া ট্রাক প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন রিপনের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে উঠেছে নৌকার কর্মী- সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে সদর উপজেলার শায়েস্তাবাদে হবিনগগর এলাকায় এঘটনা ঘটে।
অন্যদিকে, নগরীর ১৫ নং ওয়ার্ড নভগ্রাম রোডস্থ সালাউদ্দিন রিপনের স্ত্রী লুনা সালাউদ্দিন ও সাথে থাকা মহিলা কর্মীরা গেলে তাদের প্রচারনা কাজে বাধা প্রদান করার পাশাপাশি শ্লীলতাহানি করার চেষ্ঠার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, একই বাড়ির আত্মীয়-স্বজনরা নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থক। ট্রাকের
কর্মীদের কটুক্তি নিয়ে তর্ক হয়। একপর্যায়ে দুপক্ষ মারামারি করেছে। অন্য ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত
অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।