বরিশাল অফিস :: এলাকার অসহায় ও দুঃস্থ পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত বন্ধু মহল সমবায় সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার রাতে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
বরিশাল জেলার গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে প্রতিষ্ঠিত সমিতির নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক খোকন আহম্মেদ হীরা,
শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন বেপারী। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সমিতির সভাপতি মোঃ মাইনদ্দীন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিঠুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য মোঃ জুবায়ের রাজু, বেল্লাল বেপারী, আল-মামুন, রফিকুল ইসলাম, শুভ বেপারী,
সিরাজুল মাতুব্বর প্রমুখ। সভায় আগামী একবছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।