শিরোনাম

বরিশালে হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন প্রতবাদ

Views: 42

বরিশাল অফিস :: বরিশাল শহীদ এ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে হামলা ও ভাংচুর সহ আইনজীবী শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল আইনজীবী সমিতি।

আজ বুধবার (১০) জানুয়ারী বেলা ১২ টায় নগরীর ফজলুল হক এ্যভিনিয় সড়কস্থ জেলা জজ আদালত প্রবেশদ্বার মোড়ে একর্মসূচি পালিত হয়। বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.ফাইজুল হক ফয়েজের সভাপতিত্বে

বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক এমপি এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,এ্যাড. মুনসুর আহমেদ,এ্যাড. দিলিপ কুমার ঘোষ।

এ সময় সাবেক সভাপতি এ্যাড. তালুকদার মোঃ ইউনুস বলেন, আইনমহা বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি ও শিক্ষক সহ ছাত্র-ছাত্রীদের উপর যেসকল সন্ত্রাসীরা হামলা করে মারধর,লুঠপাট করার প্রতিবাদে আজ আইনজীবীরা মাঠে দাঁড়িয়েছে অভিলম্ভে এসকল সন্ত্রাসীদের দ্ররুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে আইনজীবী সদস্যরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে হুসিয়ারী দেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *