শিরোনাম

বরিশালে হাসপাতাল থেকে গৃহবধূর লাশ রেখে পলাতক স্বামী!

Views: 50

বরিশাল অফিস :: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানার পুলিশ। এ ঘটনা পলাতক রয়েছে স্বামী।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কবাই ইউনিয়নের চল লক্ষ্মীপাশা গ্রামের রুবেল হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম (২৫) কে দুপুর ১ টা ২০ মিনিটে হাসপাতালে নিয়ে আসে রুবেল হাওলাদার ও তার মা ইনারা বেগম। তখন হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত ডাক্তার অনামিকা সরকার টুম্পা পরীক্ষা করে খাদিজা বেগমকে মৃত্যু বলে ঘোষণা দেয়। মৃত্যুর বিষয়ে জানতে চেয়ে ডাক্তার খাদিজি বেগমের স্বামী রুবেলের কাছে জানতে চায় কিভাবে ওনার মৃত্যু হল। তখন রুবেল তার স্ত্রীর মরদেহ হাসপাতাল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত ডাক্তার বাকেরগঞ্জ থানা পুলিশকে জানালে বাকেরগঞ্জ থানার এসআই রতন হাসপাতালে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নিহতের শাশুড়ি ইনারা বেগম বলেন, কিভাবে মৃত্যু হয়েছে আমি জানিনা। আমার ছেলে রুবেল ঢাকাতে গার্মেন্টসে চাকরি করে ঈদের ছুটিতে বাড়ি আসছে। আমার ছেলে তার স্ত্রীকে আহত অবস্থায় ঘরের দোতলা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছে তাই আমিও তার সাথে আসছি।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: আফজাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়ে খাদিজা বেগমের মরা দেহ উদ্ধার করে আনে। খাদিজা বেগমের গলায় আঘাতের দাগ থাকায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেনি নিহত খাদিজা বেগমের পরিবার। তবে এই ঘটনায় নিহত খাদিজা বেগমের স্বামী রুবেল হাওলাদার পলাতক রয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *