বরিশাল অফিস :: প্রচন্ড গরমে হিটস্ট্রোক করে বরিশাাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামে শনিবার সকালে ধান কাটার সময় জামাল ফরাজী (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত জামাল ফরাজী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ফুলতলা গ্রামের সৈয়দ ফরাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা এলাকার মোখলেস খানের জমিতে বোরো ধান কাটছিলেন জামাল ফরাজীসহ অন্যান্য শ্রমিকরা। প্রচন্ড গরমে ধান কাটার সময় হিটস্ট্রোক করে জামাল অসুস্থ হয়ে পরেন। পরে জমির মালিক মোকলেসসহ অন্যান্য শ্রমিকরা জামালকে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা জামালকে মৃত বলে ঘোষণা করেন।
জমির মালিক মোকলেস খান জানান, চলতি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াইয়ের জন্য বাগেরহাট থেকে গত এপ্রিল মাসে একদল শ্রমিক এলাকায় আসেন। তারা ঘুরে ঘুরে বিভিন্ন জমির ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন। তাদেরই একজন হচ্ছেন জামাল ফরাজী। প্রচন্ড গরমে শ্রমিক অসুস্থ হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আহমেদ জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে মৃতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।