বরিশাল অফিস :: বরিশাল জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা অধিদফতরে আয়োজনে সোমবার( ১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে মঞ্জুরীকৃত ২০২৩-২০২৪ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়।
১২২ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৪ লাখ ৭ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন,প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বরিশাল জেলা সমাজসেবা অধিদফতর উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল স্থানীয় সরকার উপপরিচালক গৌতম বাড়ৈ, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই,বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক দুঃস্থ অসহায় মানুষের চিকিৎসা এবং লেখা পড়ার জন্য এই অর্থ বিতরণ করেন।