শিরোনাম

বরিশালে ২০৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

Views: 42

বরিশাল অফিস :: বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে এবার মোট ভোটার ২১ লাখ ২৯ হাজার ৯৭৪ জন। রবিবার জেলার ৮২৭টি ভোট কেন্দ্রের ৪ হাজার ৯শ ৪১টি কক্ষে ভোট দেবেন তারা।

বরিশাল জেলার ৬টি আসনের মধ্যে সর্বাধিক ৪ লাখ ৬৮ হার ৫৬৩ ভোটার এবং সর্বাধিক ১৭৬টি ভোট কেন্দ্র বরিশাল-৫ (সদর) আসনে। সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কর্মকর্তারা। ব্যালট পেপার যাবে ভোট শুরুর আগে। সুষ্ঠু সুন্দর পরিবেশে সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।

বরিশাল জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান জানান, জেলার ৮২৭টি কেন্দ্রের মধ্যে ২০৮টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণ কেন্দ্রে পুলিশ এবং আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর ১৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ জন সদস্য।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *