শিরোনাম

বরিশালে ২০৯ জনের ডেঙ্গু শনাক্ত, একজনের মৃত্যু

Views: 65

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃত মাকসুদা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি গত ৪ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ অক্টোবর রাতে তার মৃত্যু হয়।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৬ হাজার ৩৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ১৭০ জন। বিভাগে এখন পর্যন্ত ১১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮২ জন, ভোলা সদর হাসপাতালে ৮ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ৬ জন ও ঝালকাঠি হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০৯ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ৯০ জন, পটুয়াখালীতে ৫১ জন, পিরোজপুরে ২৭ জন, ভোলায় ১৯ জন ও বরগুনায় ২২ জন। শুক্রবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৫২ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *